জাতীয়

‘বর্তমান পুলিশ বাহিনী বঙ্গবন্ধুর আদর্শে গড়া’- আইজিপি

দিনাজপুর প্রতিনিধি: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে গণমুখী পুলিশ বাহিনী গড়ার স্বপ্ন দেখেছিলেন, বর্তমান পুলিশ বাহিনী সেই আদর্শে গড়া। শনিবার দুপুরে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এই সমাবেশের আয়োজন করে।

আইজিপি বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা বিধান এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা পুলিশের দায়িত্ব। জনগণকে সম্পৃক্ত করে সেই দায়িত্ব পালন করতে হবে। পুলিশকে জনগণের বন্ধু হতে হবে। আস্থা অর্জন করতে হবে।

শহীদুল হক বলেন, ‘মাদক ও জঙ্গিবাদের সঙ্গে কোনো আপস নেই। জঙ্গিদের উৎস ও রহস্য বেশির ভাগ ক্ষেত্রেই উদ্ঘাটন করা হয়েছে। জঙ্গিদের আমরা মেরে ফেলতে চাই না। আইনের আওতায় আনতে চাই। কিন্তু জঙ্গিদের আস্তানা চিহ্নিত করতে অভিযান পরিচালনার সময় জঙ্গিরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশকেও গুলি চালাতে হয়। তাতে অনেক জঙ্গি নিহত হয়েছে। ‘

দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের রংপুর অঞ্চলের উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, কমিউনিটি পুলিশিং জেলা শাখার আহ্বায়ক এ এফ এম শহীদুল ইসলাম খান।

সভা শেষে দিনাজপুরের ১৩টি উপজেলার ১৭৬ মাদক বিক্রেতাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে শপথবাক্য পাঠ করানো হয়। আইজিপি ওই ১৭৬ জনকেই সেলাই মেশিন ও ভ্যানগাড়ি প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button