মল্লিকবাড়িসারা ভালুকা
ভালুকায় মন্দিরে প্রতিমা ভাংচুর
ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামে সোমবার (১০আগষ্ট) রাতে স্বর্গীয় মোহন বাসীর বসত বাড়ীর একটি মন্দিরে ঢুকে দূর্বৃত্তরা লক্ষী প্রতিমার মাথা ভেঙ্গে ফেলেছে।
মোহন বাসীর বৃদ্ধা স্ত্রী বিমলা রানী জানান, মঙ্গলবার সকালে মন্দিরে পূজা দিতে এসে দেখেন পাশাপাশি থাকা স্বরশ্বতী ও লক্ষী প্রতিমার মধ্যে লক্ষীর মাথা কেবা কারা ভেঙ্গে নিয়ে গেছে।
ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার ঘটনার সততা নিশ্চিত করেছেন।