ভালুকাভালুকা পৌরসভাসারা ভালুকা
বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফেরৎ এনে ফাঁসির রায় কার্যকরের দাবীতে ভালুকায় ছাত্রলীগের মানব বন্ধন
স্টাফ রির্পোটার : ভালুকা উপজেলায় ১৫ আগষ্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্বস্বীকৃত খুনীদের দেশে ফেরিয়ে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকরের দাবীতে (১২ আগষ্ট) বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের উদ্যোগে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আগষ্ট শোকের মাসে জাতি যখন মর্মাহত বিনম্র শ্রদ্ধায় অবনত তখন জাতীয় শোক দিবসে বি এন পি নেত্রীর জন্মদিন পালন থেকে বিরত থাকার আহবান জানিয়ে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণপ্রতিমন্ত্রী ও এম পি ডাঃ এম আমান উল্যাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক সাহরিয়ার হক সজিব প্রমুখ।