কবিতাসাহিত্য সাধনা
কে যেন হারায় আমার আঙিনা হতে

কামরুল এহসান চন্দন
বিষন্ন আমি, ভীষন একা
বিকেল টাও রঙহীন ,
মেঘেরাও যেন ঢাকা পড়েছে আরো কালো আধারে,
মৃদু সমিরন মনকে দোলা দিলেও
জানিনা কেন নিরব এই আমি আনমনে,
মন কি যেন খুজে বারংবার,
অথচ দিচ্ছে হাতছানি রাতের আঁধারে,
নিঃসঙ্গ করতে আমায়।
কি যেন লোকায়,
কে যেন হারায় আমার আঙিনা হতে ।