ভালুকায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট: পাখিরচালা ও বনগাঁও বিজয়ী
ভালুকা নিউজ স্টাফ রির্পোটার : ভালুকা ডিগী কলেজ মাঠে সোমবার বিকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট এর চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । খেলায় বিজয়ী হয়েছেন পাখির চালা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এ খেলার উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা । ছেলেদের খেলায় ফাইনালে অংশ নেয় বনগাঁও মেদিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পাখির চালা সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলায় বিজয়ী হয়েছেন পাখির চালা সরকারী প্রাথমিক বিদ্যালয় । তারা মেদিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে। অপর দিকে মেয়েদের খেলায় বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভালুকা মডল সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। এতে ১-০ গোলের ব্যবধানে বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় চূড়ান্ত বিজয় অর্জন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে পুরষ্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এমপি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট এ বিজয়ী দু’দলের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন, ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুজ্জামান প্রমুখ।