ভালুকা পৌরসভাসারা ভালুকা
ভালুকায় মাদকাসক্ত যুবকের ১৫ দিনের জেল
ভালুকা নিউজ স্টাফ রির্পোটার : ভালুকায় মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে পারভেজ (২৫) নামে এক মাদকাসক্ত যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
থানা সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো: রমজান আলীর ছেলে পারভেজকে নেশাগ্রস্ত অবস্থায় মঙ্গলবার দুপুরে পাইলট স্কুলের পিছন থেকে মডেল থানার এসআই ছাইদুর রহমান আটক করে থানায় নিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন আটককৃত পারভেজকে ১৫ দিনের বিনাশ্রম কারদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।