গুনীজন/প্রতিভাজাতীয়

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান হলেন গোলাম সারওয়ার

ভালুকা নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে। ১৭ই আগষ্ট জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে প্রেস ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের মৃত্যুজনিত কারণে পদটি শুন্য হওয়ায় নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন গোলাম সারওয়ার।

াংবাদিক গোলাম সারওয়ারের জন্ম ১৯৪৩ সালের ১ এপ্রিল, বরিশালের বানারীপাড়ায়। ষাট দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতার শুরু ১৯৬৩ সালে। কিছুদিন দৈনিক পয়গাম, পরে দৈনিক সংবাদে বিভিন্ন দায়িত্বে ১৯৭১ এর ২৫ মার্চ পর্যন্ত কাজ করেন।

১৯৭১ সালে নিজ এলাকায় মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন গোলাম সারওয়ার। ১৯৭৩ সালে তিনি দৈনিক ইত্তেফাকে যুক্ত হন। ১৯৯৯ সাল পর্যন্ত ইত্তেফাকে কর্মরত ছিলেন, এর মধ্যে দুই দশক বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৯ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক যুগান্তর। ২০০৫ সালে গোলাম সারওয়ারের সম্পাদনায় প্রকাশিত হয় আরেকটি দৈনিক ‘সমকাল’। বর্তমানে তিনি দৈনিক সমকালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গোলাম সারওয়ারকে ‘সাংবাদিকদের শিক্ষক’ হিসেবে অনেকেই অভিহিত করেন। তাঁর হাতে গড়া অনেক সাংবাদিক এখন দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাঁর প্রকাশিত উল্লেযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ছড়াগ্রন্থ ‘রঙিন বেলুন’, প্রবন্ধ সংকলন-‘সম্পাদকের জবানবন্দি’, ‘অমিয় গরল’, ‘আমার যত কথা’, ‘স্বপু বেঁচে থাক’ ইত্যাদি।

২০১৩ সালে সাংবাদিকতায় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন তিনি। গোলাম সারওয়ার জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, সেন্সর বোর্ডের আপিল বিভাগের সদস্য এবং দেশের প্রতিনিধিত্বশীল সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’-এর সভাপতি।

তথ্য সূত্র : Press Institute of Bangladesh (PIB)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button