ক্যাম্পাস
অসহায় রোজিনার পাশে মানবাধিকার কর্মী হীরক সিঙ্গার
মেহেদী জামান লিজন: নেত্রকোনা জেলার পূর্বধলা গ্রামের অসহায় মেয়ে রোজিনা, দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুর সাথে লড়াই করছিল, পাশে নেই তখন কেউ তখন ই মানবাধিকার কর্মী হিউম্যান রাইটস রিভিও সোসাইটির ময়মনসিংহ জেলার কালচালার সভাপতি, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী খাইরুল ইসলাম হীরক রুজিনার পাশে সাহায্যর হাত বাড়িয়ে দেন। রক্ত সংগ্রহ থেকে অপারেশন সহ নানা ভাবে রুজিনার পাশে থেকে তাকে সুস্থ করে তুলেন। সুস্থ হয়ে যখন গ্রামের বাড়িতে ফেরেন রুজিনা তখন এই মানবাধিকার কর্মী ছুটে যান রুজিনার গ্রামের বাড়ি পূর্বধলা। সেখানে হীরক সিঙ্গারের সাথে রুজিনা কে পরিদর্শনে ছিলেন হিউম্যান রাইটস রিভিও সোসাইটির সদস্য রাকিবুল হাসান, তানভীর আহমেদ প্রমুখ।