সংসার জীবনে বন্ধুদের কাছে গোপন রাখবেন যা
ভালুকা নিউজ ডেস্ক : মানব জীবনে চলার ক্ষেত্রে খুব ভালো বন্ধু অর্থাৎ বেষ্ট ফ্রেন্ড হলে জীবনের বেশীরভাগ জিনিস নিয়েই আলোচনা করা হয়ে যায়। কিন্তু বিয়ের পর দাম্পত্য জীবনে পা রাখার সাথে সাথেই জীবনটা একটু অন্যরকম হয়ে যায়। তখন কিছু ব্যাপারে একটু বুঝে শুনে কথা বলাই ভালো সবার সামনে, এমনকি সবচাইতে কাছের ভালো বন্ধুটির সাথেও নিজের দাম্পত্যজীবনের কিছু কথা শেয়ার না করাই বুদ্ধিমানের কাজ।
১) ঘরোয়া খরচা ও অর্থনৈতিক বিষয়গুলো
আপনার সংসার জীবনে কোন ক্ষেত্রে কতোটা খরচ হচ্ছে বা আপনার বর্তমান অর্থনৈতিক অবস্থা কী ধরণের তা নিয়ে বন্ধুদের সাথে আলাপ না করাই ভালো, যদি না আপনি খুব বেশী বিপদে পড়েন এবং আপনার আর্থিক সাহায্য চাইতে হয়। ঘরের কথা পরে না জানলেও চলবে।
২) কে সংসারের খরচ বহন করেন
বন্ধুবান্ধবের কাছে বড় গলায় বলার প্রয়োজন নেই আপনি সংসারের কতোটা খরচ সামাল দিচ্ছেন কি দিচ্ছেন না। কারণ এতে আপনার এবং আপনার সঙ্গীর আত্মমর্যাদা যুক্ত থাকে। সঙ্গীর কানে কথাটি গেলে তার মানসিক অবস্থা খারাপ হতে পারে।
৩) শ্বশুরবাড়ির মানুষের সাথে সম্পর্কের অবস্থা
সম্পর্ক যেমনই হোক না কেন আপনার শ্বশুরবাড়ির মানুষের সাথে তা আপনার সবচাইতে কাছের বন্ধুটির সাথেও শেয়ার করার প্রয়োজন নেই। আপনি খারাপ ভাবে কোনো মন্তব্য না করলেও আপনার বলা কথাগুলো আপনার বিপরীতে যেতেই পারে। তাই অযথা ঝামেলা বাড়াবেন না।
৪) আপনার সঙ্গীর চারিত্রিক বিষয়গুলো
আপনি নিজের সঙ্গী সম্পর্কে যাই ভাবুন না কেন তা ভুলেও বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে যাবেন না। হতে পারে আপনার বন্ধু নয় আপনার কথাগুলোর সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ আপনার ক্ষতি করে ফেলতে পারে।
৫) সাংসারিক জীবনের গোপন বিষয়গুলো
অনেকেই গোপন বিষয়গুলো গোপন রাখেন না, বন্ধুদের সাথে মজা করেই শেয়ার করে ফেলেন যা আপনার নিচু মানসিকতার পরিচয় প্রকাশ করে। এই কাজটি করবেন না। নিজের ও সঙ্গীর সম্মান বজায় রাখুন।