তথ্য-প্রযুক্তিসারা ভালুকাসৃজনশীল উদ্যোগক্তাহবিরবাড়ি
সিডষ্টোর বিসমিল্লাহ টেলিকমের বিশেষ অফার
স্টাফ রির্পোটার: ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার মসজিদ মার্কেটে বিসমিল্লাহ টেলিকম এ চলছে ২মাস ব্যাপী “রবি ইন্টারনেট মেলা”।
জানা যায়, মেলা উপলক্ষে রবি দিচ্ছে ৫১৬ টাকায় ১ জিবি ইন্টারনেট সাথে ৪০০ মিনিট টক টাইম, ৮৪৬ টাকায় আনলিমিটেড ইন্টারনেট (১৩ জিবি) সাথে ৬০০ মিনিট এবং ৬০০ এস এম এস, ১১০০ টাকায় ১৬ জিবি ইন্টারনেট। বিসমিল্লাহ টেলিকমের পক্ষ থেকে প্রতিটি প্যাকেজের সাথে একটি করে রবি সংযোগ ফ্রি। সুযোগটি গ্রহণ করতে হলে গ্রাহককে ১ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে আনতে হবে। যোগাযোগ করতে পারেন- বিসমিল্লাহ মেডিকেল হল (বিসমিল্লাহ টেলিকম), বাটাজোর রোড, মসজিদ মার্কেট, সিডস্টোর, ভালুকা, ময়মনসিংহ। মোবাইল: ০১৭১১০৪২৬৯২।