প্রাণের বাংলাদেশসারা ভালুকাস্কুল আঙিনাহবিরবাড়ি

ভালুকায় এডুকোর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

স্টাফ রির্পোটার: ভালুকা উপজেলার পাড়াগাঁও গাংগাটিয়া এডুকো শিক্ষালয়ে শিক্ষার্থীদের মাঝে এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এডুকো) এর উদ্যোগে (২৪ আগষ্ট) সোমবার বিকাল ২টায় স্কুল ড্রেস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রজজেক্ট অফিসার সিরাজুল ইসলাম, কৃষলীগ ময়মসিংহের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, স্কুলের প্রধান শিক্ষক নাদিরা আক্তার লিপি, মাহিলা ইউপি সদস্য মোফাশ্বেরা রুমি, ইউপি সদস্য রফিকুল ইসলাম ইসমাইল, স্কুলের সভাপতি ফনিদ্র চন্দ্র সরকার, সহকারী শিক্ষক সুচনা রত্ব, অলকা দারু, শ্যামল চন্দ্র বর্মন, অভিভাবক সদস্য মনিন্দ্র চন্দ্র সরকার, স্হানীয় মসজিদের ইমাম, হাজী হাবিবুর রহমান মুন্সি সহ কমিটির সদস্য, অভিভাবক গন উপস্থিতি ছিলেন।

স্কুলের ১৬৬ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

জানা যায় স্পেনের আর্থিক সহযোগীতায় পরিচালিত এসব বিদ্যালয়ে শিক্ষাথীদেরকে স্কুল ড্রেস,খাতা-কলম,পেন্সিল,স্কুল ব্যাগ,চিকিৎসা সেবা,খাবার ও এসব স্কুল থেকে সমাপনি পরীক্ষায় পাশ করে হাইস্কুলে যারা লেখা-পড়া করছে তাদের খরচ(টিউশন ফি) বহন করা হয়।এছাড়াও ভালুকায় ২৫টি প্রাইমারী স্কুলে সপ্তাহে তিনদিন প্রত্যেক শিক্ষার্থীকে ১টি ডিম ও ১টি কলা টিফিন হিসেবে দেওয়া হয় বলে জানান-প্রজেক্ট ম্যানেজার এটিএম রফিকুল ইসলাম ।এবং ঐসব স্কুলের শিক্ষার্থীদেরকেও খাতা-কলম,পেন্সিল,স্কুল ব্যাগ,চিকিৎসা সেবা ও শিক্ষকগনকে ব্যাগ ও ডায়রি প্রদান করা হয়।এসব শিক্ষালয়ে গরীব-মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ায় সার্বিক সহযোগীতার জন্য উন্নত শিক্ষার সুযোগ পাচ্ছে এই এলাকার অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button