ভালুকাসারা ভালুকা
ভালুকায় যুব সংহতির বর্ধিত সভা অনুষ্ঠিত
ভালুকা উজেলা যুব সংহতির উদ্যোগে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (২৯ আগষ্ট) সকাল ১০টায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ হাফিজ উদ্দিন মাষ্টার। উপজেলা যুব সংহতির সভাপতি শাহ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুবেল ঢালী ও সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান কাঞ্চনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।