ভালুকা মুক্তিযোদ্ধা পূর্নবাসন মৎস মার্কেট স্থান করণ ও প্রতিষ্ঠা মত বিনিময়ম সভা
বিশেষ প্রতিবেদক : ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর মুক্তিযোদ্ধা পূর্নবাসন মৎস মার্কেট স্থান করণ ও প্রতিষ্ঠা বিষয়ক এক মত বিনিময়ম সভা অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সংস্থার অস্থায়ী কার্য্যালয়ে রোববার সকাল সাড়ে দশটায় মুক্তিযোদ্ধা পূর্নবাসন মৎস মার্কেট স্থান করণ ও প্রতিষ্ঠা বিষয়ক এক মত বিনিময়ম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভালুকা পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন খান মিলন, সাবেক রাজশাহী বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম মানিক প্রমূখ। এ সময় উপজেলা চেয়ারম্যানের কাছে মুক্তিযোদ্ধারা দাবি জানান ভালুকা উপজেলার বিভিন্ন রাস্তা ঘাটের নামকরণ শহীদ মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার জন্য। চেয়ারম্যান জানান, আমরা অলরেডি এই পদক্ষেপ শুরু করে দিয়েছি। সামনে যে রাস্তাগুলো হবে সেগুলোর নাম মুক্তিযোদ্ধার নামে করার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।