সারা ভালুকাহবিরবাড়ি
ভালুকায় সিডষ্টোর বাজারের দোকান থেকে ২০০ বস্তা চাল লুট
বিশেষ প্রতিনিধি : ভালুকায় (৩০ আগষ্ট) রোববার রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে সিডস্টোর- বাটাজোর রোডের পশ্চিম বাজার ব্যবসায়ী উজ্জল মিয়ার চালের গোডাউন থেকে ২০০ বস্তা (প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার) চাল লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। এঘটনায় ২ জন আহত হয়েছে।
জানা যায়, ঘটনার সময় ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল রাত ৩টা-টার মধ্যে বাজারের পাহারাদার সিরাজ ও রাস্তা দিয়ে আসা অটো বাইক চালক চান মিয়াকে হাত পা ও মুখ বেঁধে মারধর করে গোদাম ঘরের তালা কেটে প্রায় ২০০ বস্তা চাল লুট করে ট্রাকে করে নিয়ে যায়। উল্লেখ্য একই কায়দায় গত১৫ মে সিডস্টোর পশ্চিম বাজার জিয়াউল হক স্বপনের মেসার্স রাকিব অটো রাইস মিলের শ্রমিককে বেঁধে গুদাম থেকে ৩৩১ বস্তা (প্রায় ৫ লক্ষ টাকার) চাল লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।