ভালুকারাজনীতিসারা ভালুকা

ভালুকায় পৃথকভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রির্পোটার : ভালুকায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পৃথকভাবে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
ময়মনসিংহ (দণি) জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বাধীন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে নতুন বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটার মাধ্যমে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ (দণি) জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সালাউদ্দিন আহম্মেদ, মজিবর রহমান মজু, গোলজার হোসেন, এমএ হামিদ কারী, আবুল কালাম আজাদ, আবদুুস সালাম, মিজানুর রহমান মিজান, মনিরুজ্জামান মনির, কায়সার আহম্মেদ কাজল প্রমুখ।
অপর দিকে বিকাল ৪টায় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেককাটায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ (দণি) জেলা বিএনপি সভাপতি, সাবেক জ্বালানী ও খনিজ মন্ত্রী একে এম মোশারফ হোসেন। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক হাদিসুর রহমান খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- হাবিব উল্ল্যাহ চৌধুরী, আইয়ুব আলী সরকার, রুহুল আমিন মাসুদ, সাখাওয়াত হোসেন পাঠান, আঃ রহিম আকন্দ, শহীদুল্লাহ মন্ডল, ফরিদ উদ্দিন সরকার, আলী আকবর খান শিল্পী, তারেক উল্লাহ চৌধুরী, রাকিবুল হাসান রাসেল, আবুল বাশার ব্যাপারী, রফিকুল ইসলাম রফিক, প্রফেসর মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম খান বাসান, আতিকুল ইসলাম আতিক, রফিকুল ইসলাম, আসাদ উল্লাহ চৌধুরী ধ্র“ব, মতিউর রহমান মিল্টন, মাসুদ রানা, শাহ মোঃ সুজন, শেখ মেজবাহ উদ্দিন মাসুদ, আমিনুল ইসলাম, মিন্টু  প্রমুখ।
পরে সন্ধ্যায় আনন্দঘন সন্ধ্যায় বিশাল কেক কেটে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button