ভালুকা অফিসার্স কাবে ওসির বিদায় ও বরন অনুষ্ঠান
ভালুকা অফিসার্স কাবের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভালুকা মডেল থানার অফিসার্স ইনচার্জ এর বিদায় ও নবাগত অফিসার্স ইনচার্জকে বরন উপলে ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাব সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কবির উদ্দিন শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আজম খান, উপজেলা শিা অফিসার মোঃ শহিদুজ্জামান, বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার, নবাগত অফিসার ইনচার্জ মামুনুর রশিদ মামুন ও ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কাদের প্রমুখ। যশোর জেলার ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ভালুকা মডেল থানায় যোগদান করায় ভালুকা অফিসার্স কাবের প থেকে বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সাথে বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ারকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয়।