জাতীয়প্রাণের বাংলাদেশ
ভালুকায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
স্টাফ রির্পোটার, ভালুকা নিউজ.কম: ভালুকা উপজেলায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রসাশনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে একটি র্যালি বের হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভালুকা উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুজ্জামান, শিাক্ষা অফিসার মোহাম্মদ শহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আজম খান, এ্যাপোলো ইন্সস্টিটিউট এর অধ্যক্ষ এম আর শামসুর রহমান লিটন ও ইদ্রিস আলী মাস্টার প্রমুখ।