শিরোনামহীন

ওমর সানী-মৌসুমীর ছেলের চোখে সালমান শাহ

ভালুকা নিউজ.কম; বিনোদন ডেস্ক : ‘আমি শুনেছি, দেখিনি। আমি আসার আগেই আপনি চলে গেলেন। বাবা-মাকে দেখে সেই শূন্যতা নিয়েই বড় হলাম। যেখানেই থাকেন, ভালো থাকেন আংকেল। লাভ ইউ’- এভাবেই জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখলেন চিত্র নায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী দম্পতির ছেলে ফারদিন এহসান স্বাধীন।

ফারদিনের সঙ্গে কথা বলে জানা যায়, সালমান শাহ প্রসঙ্গে বলতে গিয়ে ফারদিন বলেন, ‘সালমান আংকেলের সঙ্গে আমাদের পরিবারের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মায়ের অভিষেক সিনেমার নায়ক ছিলেন সালমান শাহ। মা ও সালমান আংকেল একই সিনেমার মাধ্যমে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেছেন।’

তরুণ নির্মাতা ফারদিনের চোখে বাংলাদেশের সেরা হিরো সালমান শাহ। এ প্রসঙ্গে ফারদিন বলেন, ‘সালমান শাহকে আমি দেখিনি। তবে তার সিনেমা দেখেছি। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন হিরো কমই এসেছে। সব ধরনের চরিত্রের সঙ্গেই মানিয়ে যেত। আর দারুণ স্টাইলিশ ছিলেন তিনি। এখনকার অনেক তরুণই সালমান শাহের স্টাইল ফলো করে।’

সালমান শাহ ১৯৯৬ সালে ০৬ সেপ্টেম্বর প্রয়াত হন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে সালমান শাহ ও মৌসুমীর সিনেমায় অভিষেক হয়। মাত্র চার বছরে সালমান শাহ ২৭টির মতো সিনেমায় অভিনয় করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button