ক্যাম্পাস

জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদাহানির প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচী

মেহেদী জামান লিজনঃ
অষ্টম জাতীয় বেতন স্কেল কাঠামোতে শিক্ষকদের অবমূল্যায়ন ও মর্যাদাহানির প্রতিবাদে ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। গতকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ঘোষিত দুই দিনব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট এর প্রথম দিন পালন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ফলে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক তপন কুমার সরকার, সহ-সভাপতি তারিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোঃ মাহবুব হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম বলেন, ইতিপূর্বে আমরা নমনীয়ভাবে আমাদের কর্মসূচি পালন করেছি। কিন্তু আমাদের দাবি মানা হয়নি। এখন কেন্দ্র ঘোষিত কর্মসূচি কঠোরভাবে পালন করা হবে। তিঁনি আরও বলেন, অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালো বেজ ধারণ করেন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ অবমূল্যায়ন কখনোই মেনে নেয়া হবে না। আগামীকাল বৃহস্পতিবার আবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পূর্ণদিবস কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button