গ্রামীণ কৃষিসারা ভালুকাহবিরবাড়ি

ভালুকায় লাউয়ের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

ViviLnk

নিজস্ব সংবাদদাতা : উপজেলার পাড়াগাঁও নলুয়াকুড়ি গ্রামে আলাউদ্দিন নামের এক কৃষকের লাউ ক্ষেতের প্রায় ৫০০ শত চারা উপড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ কৃষক জানান-গত কাল দিবাগত রাতের কোন এক সময় তার রোপিত ১ একর লাউ ক্ষেতের প্রায় ৪/৫ কাঠার মতো জমির চারা কে বা কারা উপড়ে নিয়ে গেছে।এতে তার প্রা অর্ধলক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।পল্লী বিদ্যুতের তার টানা নিয়ে পার্শ্ববর্তীদের সাথে শত্রুতার কারনে এ ঘটনার আশংকা করছেন কৃষকের ভাই রইস উদ্দিন। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করা হয়েছে বলে জানান ওই কৃষক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button