প্রাণের বাংলাদেশমতামত
বিদ্যুৎ বিভ্রাট !
আমরা ভালুকা উপজেলার পাইলাব গ্রমের অধিবাসী। আমাদের এলাকায় বিদ্যুৎ ব্রিভ্রাট একটি নিত্যদিনের সাধারন সমস্যা।কিন্তু বর্তমানে তা মহামারি আকার ধারন করেছে।এখন প্রতিদিনিই কমপক্ষে ২-৩ ঘনটা করে বিদ্যুৎ থাকেনা।বিশেষ করে সন্ধার সময় এর লোডসেডিং বেশি হয়।ফলে লেখা- পড়া সহ নানা ধরনের কার্যকলাপ ব্যহত হচেছ।বিশেষ করে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা ।বিদ্যুত না থাকায় তারা নিয়মিত পড়া-শোনা করতে পারছেনা।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সবিনয় অনুরোধ লোডসেডিং কমান-আমাদের স্বস্বিতে থাকতে দিন।
এলাকাবাসীর পক্ষে-
তরেক মাসুম
পাইলাব-
১৩/০৯/১৫ইং