কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উম্মুক্ত ব্যায়ামাগারের উদ্বোধন
মেহেদী জামান লিজনঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারু দ্বীপে একটি উম্মুক্ত ব্যায়ামাগারের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। এই ব্যায়ামাগারের নামকরণ করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত লেখা থেকে নেওয়া ‘থাকবো নাকো বদ্ধ ঘরে’। ব্যায়ামাগারটি উদ্বোধনকালে প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, ‘যেকোন কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে করতে হলে প্রথমে প্রয়োজন হয় শারীরিক ও মানসিক সুস্থ্যতা। আর এই শারীরিক ও মানসিক সুস্থ্যতার জন্য প্রয়োজন নিয়মিত ব্যায়াম করা। এই দিক বিবেচনা করে সকলের জন্য উম্মুক্ত ব্যায়ামাগারটি তৈরি করা হলো। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থী তথা সকলের জন্য এই ব্যায়ামাগার উম্মুক্ত থাকবে।’ এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, কলা অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুব হোসেন, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো: ফজলুল কাদের চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার সরকার, কর্মকর্তা পরিষদের সভাপতি মো: আব্দুল হালিম, শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো: জিয়াউদ্দিন মন্ডল, নির্বাহী প্রকৌশলী রাহাত জাহান শাকিল, প্রগতিশীল শিক্ষার্থীদের মধ্যে ছাব্বির আহমেদ এবং আপেল মাহমুদ বক্তব্য রাখেন।