ভুল করে পাঠানো মেইল আবার ফিরিয়ে আনুন খুব সহজে

প্রযুক্তি ডেক্স ভালুকা নিউজ.কম: অনেক সময় ভুল করে একজনার মেইল আরেক জনার কাছে চলে যেতে পারে আর সেটি যদি চলেই যায় ত৬অখন কি করবেন? আর মেইল্টি যদি আপনার ব্যাক্তিগত হয়ে থাকে তাহলে তো কথায় নেই। কি করবেন তখন আপনি? জিমেইল ব্যবহারকারীদের জন্য একটি সুখবর আছে। জিমেইলের এনেছে তাদের নতুন ফিচার “আনডু সেন্ড” অপশন। এখন আপনি চাইলেই কাউকে পাঠানো মেইল আবার ফিরিয়ে আনতে পারবেন। গুগল এর আগেও একবার এই
ফিচারটি চালু করেছিলো ২০০৯ সালের দিকে। তবে সেটি ছেড়েছিল টেস্ট প্রোজেক্ট হিসেবে। পনি যখন জিমেইল ব্যবহার কোন মেইল সেন্ড করবেন তখন পরবর্তী ৫ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত দেখবেন একটি পপআপ উইন্ডো আসবে আপনার সামনে এবং সেখানে ক্লিক করে আপনার পাঠানো মেইলটি ফেরত আনতে পারবেন। আপনার মেইল বক্স চেক করুন দেখুন নতুন এই ফিচারটি অ্যাড হয়ে গেছে। আর যদি না হয়ে তাকে তবে একটু অপেক্ষা করুন।
গুগল ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং খুব সহসাই আপনার মেইল বক্সে নতুন “আনডু সেন্ড” অপশনটি অ্যাড হয়ে যাবে ।