সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব :-ভালুকা প্রেসকাবের সংবর্ধনায়- ইকবাল সোবহান চৌধুরী
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধুরী সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার ল্েয জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। সেই জন্য সাংবাদিক সমাজকেও মূখ্য ভূমিকা পালন করতে হবে। তিনি সাংবাদিক সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ল্েয শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভালুকা উপজেলা পরিষদ চত্বরে নির্মিত মুক্ত মঞ্চের প্রথম অনুষ্ঠান হিসেবে ভালুকা প্রেসকাব আয়োজিত গুণীজন সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন। সরকারের সকল উদ্যোগকে স্ব-স্ব অবস্থান থেকে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে সহযোগীতা করতে হবে। অনুষ্ঠানে ৪ জন গুণীজনকে সম্মাননা পদক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত গুণীজনরা হলেন, মানব সেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, শিার মান উন্নয়ন, বাল্য বিবাহ ও ইভটিজিং রোধে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার, জনকল্যাণ সেবায় ভালুকা পৌরসভার মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম ও সমাজ সেবায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু। এছাড়াও জাতীয় প্রেসকাবের নব-গঠিত কমিটির সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য এন.এন.বি এর নির্বাহী সম্পাদক মোল্লা জালালকে সংবর্ধনা প্রদান করা হয়। ভালুকা প্রেসকাব সভাপতি এস.এম শাহ্জাহান সেলিমের সভাপতিত্বে ও ভালুকা প্রেসকাব সাধারণ সম্পাদক এম.এ মালেক খান উজ্জলের পরিচালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ্, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, জাতীয় প্রেসকাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও কোষাধ্য কার্তিক চ্যাটার্জী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহ্মুদ, সাধারণ সম্পাদক কদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম শাহ্জাহান মিয়া, জাতীয় প্রেসকাবের নির্বাহী কমিটির সদস্য মোল্লা জালাল, উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহ্সান তালুকদার, ভালুকা পৌরসভার মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক এম.এ ওয়াহেদ, ভালুকা প্রেসকাবের সাবেক সভাপতি আব্দুল আউয়াল ঢালী ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার জোনায়েদ খান। সংবর্ধনা অনুষ্ঠানটিতে সর্বস্তরের বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।