ঢাকাবিভাগীয় খবর
গাজীপুরে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর মহানগরির চান্দনা চৌরাস্তার ভোগড়া বাইপাসে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার সময় এ দুর্ঘটনা ঘটে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাহারুল আলম আমাদের প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে উকত স্থানে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই পথচারী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।