ভালুকাসারা ভালুকা
ভালুকায় ইভটিজারকে ১ মাসের কারাদন্ড
ভালুকা নিউজ ডট কম, স্টাফরির্পোটার: ময়মনসিংহের ভালুকায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্যেট সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন এক বখাটেকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উপজেলার আংগাড়গাড়া ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেনীর এক ছাত্রী (১৩)কে স্কুলে যাওয়ার পথে ইভটিজিং করার অপরাধে গাজীপুর জেলার আব্দুল জলিলের পুত্র শফিকুল ইসলাম (২৩) কে ভালুকা মডেল থানা পুলিশ শনিবার সকালে আটক করে। পরে দুপুরে থানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই বখাটেকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।