ভালুকায় উপকারভোগীদের মাঝে চেক বিতরন
ভালুকা নিউজ ডট কম, স্টাফরির্পোটার: ময়মনসিংহের ভালুকায় উপজেলার আখালিয়া বিট কার্যালয়ে শনিবার সকালে সামাজিক বনায়নের উপকারভোগী সদস্যদের মাঝে চেক বিতরন করা হয়েছে। ৫৫ জন উপকারভোগী সদস্যের মাঝে ৬৯ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ প্রফেসর ডাঃ এম আমান উল্লাহ, ময়মনসিংহ বিভাগীয় বনকর্মকর্তা গোবিন্দ রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এডভোকেট আশরাফুল হক জজ, সহকারী বন সংরক্ষক জি এম রফিক, উথুরা রেঞ্জ কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী আব্দুর রহমান, আংগারগাড়া বিট কর্মকর্তা শাহ আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুজ্জামান লস্কর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজিব প্রমুখ।