ক্যাম্পাসসারা ভালুকাহবিরবাড়ি

ভালুকায় মিশনারী স্কুল পরিদর্শনে স্পেনের রাষ্ট্রদূত

ভালুকা নিউজ ডট কম, স্টাফরির্পোটার: ময়মনসিংহের ভালুকায় শনিবার সকালে ভালুকা উপজেলার পাড়াগাঁও নলুয়াকুড়িতে দু’টি মিশনারী স্কুল পরিদর্শন করেন স্পেনের রাষ্ট্রদূত এডওয়ার্ড ডি লাইগলেসিয়া। এ সময় বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন ফাদার বেনজামিন গোমেজ। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন নলুয়া কুঁড়ি ধর্ম পল্লীর চেয়ারম্যান জুলিয়ানা নকরেক। পরে রাষ্ট্রদূত নলুয়াকুঁড়ি কুমারী মারিয়া প্রাথমিক বিদ্যালয় ও নলুয়াকুঁড়ি জুনিয়র বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রদূতকে ফুলের শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। ১৯৮৯ সনে প্রতিষ্ঠিত মিশনারি স্কুলটিতে বর্তমানে ৩ শত ৫০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। বিদ্যালয়ের কার্যক্রম দেখে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রদূতের সফর সঙ্গী হিসেবে তার স্ত্রী ও পুত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button