ভালুকাসারা ভালুকা
ভালুকায় এক স্কুল ছাত্রীসহ গৃহবধূর আত্মহত্যা

ভালুকা নিউজ ডট কম, স্টাফরির্পোটার: ময়মনসিংহের ভালুকা উপজেলার পৃথক দু’টি গ্রামে ১২ ঘন্টার ব্যবধানে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রী সহ এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
স্থনীয় সূত্রে জানা যায়, উপজেলার বায়াবহ গ্রামের মিয়াজ উদ্দিনের মেয়ে স্থানীয় শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সোমা আক্তার (১৩) রোববার সকালে বসত ঘরে গলায় উড়না পেঁচিয়ে ধরনার সাথে ঝুলে অাত্মহত্যা করে। অপর দিকে উপজেলার মেহরাবাড়ী গ্রামের মিরাজ খানের স্ত্রী রাবেয়া খাতুন (২১) শনিবার রাতে গলায় উড়না পেঁচিয়ে ঘরের ধরনার সাথে ঝুলে আত্মহত্যা করে।
ভালুকা মডেল থানার ওসি মামুন-অর-রশিদ জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।