প্রশিক্ষণভালুকাসারা ভালুকা
ভালুকায় বিদ্যালয়ে পাঠদানের মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি : ভালুকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ও কোয়ালিটি ইমপ্রোভমেন্ট টি কিউ আই ইন সেকেন্ডারি এডোকেশন প্রজেক্ট এর উদ্যোগে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তিনদিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও প্রশিক্ষণের প্রশিক্ষক ফাতেমা খাতুন প্রমুখ। প্রশিক্ষণে বিভিন্ন স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য সহ মোট ৪৫ জন প্রশিক্ষনার্থী অংশ নেন। বিদ্যালয়ে পাঠদানের মান উন্নয়নের জন্য তিনদিন ব্যাপী এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।