জাতীয় শ্রমিকলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভালুকায় র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রির্পেোটার: জাতীয় শ্রমীক লীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে সোমবার বিকালে ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের উদ্যোগে পুরাতন বাসস্ট্যন্ড থেকে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালী শেষে ভালুকা স্মৃতিসৌধ চত্তরে ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মনিরুল ইসলাম, কৃষকলীগ সভাপতি হাজী আবদুর রহমান, আবাদুল জলিল, জাকির হোসেন সিবলি, যুবলীগের যুগ্নআহ্বায়ক এজাদুল হক পারুল, মিজানুর রহমান, ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজিব, সাবেক ছাত্রলীগ সভাপতি খোকন হোসেন ঢালী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে সন্ধ্যায় কেক কাটার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।