রোবট স্মার্টফোন! বাজারে আসছে………..
ভালুকা নিউজ ডট কম ডেস্ক: প্রযুক্তি নির্মাতা সংস্থা শার্প সম্প্রতি একটি ক্ষুদ্রাকার রোবট তৈরি করেছে। এটি একটি স্মার্টফোন। এই রোবট ফোনটির নাম রাখা হয়েছে ‘রোবোহন’। এটি দেখতে শিশুদের খেলনা রোবটের মতো। শার্প জানিয়েছে, রোবোহন নড়াচড়া করতে পারে। এর ওজন মাত্র ৩৯০ গ্রাম। লম্বায় এটি ১৯ দশমিক ৫ সেন্টিমিটার। ‘রোবোহন’ রোবট ফোনটিতে ওয়াইফাই, এলটিই নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।
এটির পেছনে আছে দুই ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৩২০ ক্ম ২৪০ পিক্সেল। রোবট ফোনটি তার মালিককে যেন চিনতে পারে, সেজন্য এটিতে আছে ফেস রিকগনিশন ক্যামেরা। ‘রোবোহন’ ক্যামেরায় স্থির এবং ভিডিও দুইই তোলা যায়। স্মার্টফোনের সব ফিচারই এতে আছে।
এটি হাঁটাচলা করার পাশাপাশি বসতে পারে, নাচতে পারে। এমনকী হাতও তুলতে পারে। কথা বলা এ রোবটটি অ্যালার্ম ক্লক হিসেবেও কাজ করবে। পাশাপাশি টেক্সট মেসেজও পড়তে পারে রোবটটি। ২০১৬ সালের শেষদিকে রোবট ফোনটি বাজারে আসার কথা রয়েছে। তথ্যসূত্র: দৈনিক আমার সংবাদ