প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে ভালুকায় ক্লাশ বর্জন করে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ
ভালুকা নিউজ ডট কম, স্টাফ রির্পোটার: ভালুকা উপজেলার জামিরদিয়া মাষ্টারবাড়ী আব্দুল গণি মাষ্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজালুর রহমানের বহিস্কার দাবীতে ছাত্র ছাত্রীরা ক্লাশ বর্জন করে স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন করে।
জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নারী কেলেংকারী জনিত অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তে গত ২৫/০৭/২০১৫ ইং তারিখে প্রধান শিক্ষক আফজালুর রহমানকে তার পদ থেকে বহিস্কার করা হয়। প্রধান শিক্ষক বহিস্কারাদেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করলে হাইকোর্ট ৬ মাসের জন্য বহিস্কার আদেশ স্থগিত করে তাকে স্বপদে পূনঃবহালের নির্দেশ দেন। বুধবার আফজালুর রহমান হাইকোর্টের নির্দেশনামা সহ ভালুকা মডেল থানা পুলিশ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ মাষ্টারকে সাথে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করলে ছাত্র ছাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্র ছাত্রীরা ক্লাশ বর্জন করে বিদ্যালয়ের সামনের রাস্তায় বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ছাত্র অভিভাবক, এলাকাবাসী ও বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন ঘটনাস্থলে আসলে পরিস্থিতির অবনতি ঘটে। ছাত্র ও অভিভাবকরা চড়াও হলে পুলিশের সহায়তায় প্রধান শিক্ষক আফজাল ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওই স্থান ত্যাগ করেন। বিদ্যালয়ের দাতা সদস্য প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মাষ্টার জানান, গত ২০০৬ সালে আফজালুর রহমান প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পর হতে এ পযর্ন্ত চেক জালিয়াতি সহ বিদ্যালয়ের প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করেছে। এ ছাড়াও তিনি বিদ্যালয়ের খন্ডকালীন অফিস সহকারীনির সাথে যৌন কেলেংকারীতে জড়িয়ে যান। ভালুকার শিল্প এলাকাখ্যাত জামিরদিয়ার একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল গণি মাষ্টার আদর্শ উচ্চ বিদ্যালয়টিতে এক হাজারের উপরে ছাত্র ছাত্রী ও ২৯ জন শিক্ষক ষ্টাফ রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আবদুর রশিদ মোবাইল ফোনে জানান- একটি আদর্শ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের লেখা পড়ার মান ও বিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখতেই নারী কেলেংকারীর সাথে জড়িত দূর্নীতি পরায়ন শিক্ষককে বহিস্কার করা হয়েছে।