গফরগাঁওয়ে আওয়ামীলীগ দুগ্রুপে সংঘর্ঘ, অগ্নি সংযোগ, আহত অর্ধশতাধিক
গফরগাঁও প্রতিনিধিঃ গফরগাঁওয়ের আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশি বিশিষ্ট শিল্পপতি উবাইদুল্লাহ আনোয়ার বুলবুল তার এলাকায় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী নিয়ে এক মতবিনিময় সভা চলাকালীন সময়ে আওয়ামী লীগের এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের শতাধিক ক্যাডার বাহিনী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হঠাৎ মত বিনিময় সভায় হামলার ঘটনায় আ’লীগ নেতা উবাইদুল্লাহ আনোয়ার বুলবুলসহ প্রায় অর্ধশতাধিক নেতাকমী আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার উপজেলার সান্দিয়াইন গ্রামে। এ নিয়ে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবার বড় ধরনের সংঘর্ঘের আশংকা করছে এলাকাবাসী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকালে উপজেলার সান্দিয়াইন ঈদ গা মাঠে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠান চলাকালীন সময়ে গফরগাঁওয়ের এমপির দুশতাধিক ক্যাডার বাহিনী মিছিল করে ঐ সভায় অর্তকিত হামলা চালায। এ হামলায আওয়ামী লীগ নেতা উবাইদুল্লাহ আনোযার বুলবুল, নজরুল ইসলাম,তাজ উদ্দিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। পরে এলাকাবাসী এদেরকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ক্যাডাররা বুলবুলের ব্যত্তিগত গাড়ি ও নিজ বাড়ির সন্নিকটে স্থাপিত এতিমকানা মাদ্রাসা ও মঞ্চ এবং প্যান্ডেল আগুনে পুড়িয়ে দেয়। এতিমখানা মাদ্রাসার অফিসে বুলবুলের রাখা প্রায় দেড় কোটি টাকা ও পাশেই সান্দিয়াইন বুলবুলের বাজারে ব্যবসায়ীদের দোকান ভাংচুর ওরা লুট পাট চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুটকরে নিয়ে যায়। ক্য্াডÍারদের এলোপাথারি ফাঁকা গুলি করায় এলাকায় আতংকিত করে ফেলে। অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নেভায়। আওয়ামী লীগের সভায় হামলা অগ্নিসংযোগ ও বাজারে লুটপাটের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গফরগাঁও থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন,এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নিব।