জাতিকে শিক্ষিত করে তুলতে প্রাথমিক শিক্ষকরা ভূমিকা রাখছে ভালুকায় শিক্ষকদের বিদায় অনুষ্ঠানে- গোলাম মোস্তফা
ভালুকা নিউজ ডট কম, স্টাফ রির্পোটার: ভালুকার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা বলেছেন, অবুঝ শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে শিক্ষিত জাতি গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন শিক্ষাকে যুগপোযোগী করার জন্য শিক্ষায় পরিবর্তন আনা হচ্ছে। সরকারের এ ব্যবস্থা বাস্তবায়নে শিক্ষকদেরই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। গতকাল (১৮অক্টোবর) রবিবার দুপুরে উপজেলা সন্মেলন কক্ষে উপজেলা শিক্ষা অধিদপ্তর আয়োজিত উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন প্রধান শিক্ষক ও ২৩ জন সহকারী শিক্ষকের অবসর গ্রহন করায় তাদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা এসব কথা বলেন ।উপজেলা শিক্ষা অফিসার শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কে এম ইদ্রিস আলী, সহকারী শিক্ষা অফিসার নুরুল ইসলাম, বিদায়ী শিক্ষক নুরুল ইসলাম ঢালী ও তাজুদ্দিন আহম্মেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শিক্ষক শাহানারা বেগম, আশরাফুল ইসলাম, আব্দুল ওয়াদুদ মিয়া, নাসরিন জাহান, রমজান আলী, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম ও নাসিমা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন সহ শিক্ষা অফিসার আবু রায়হান। ২০১৪/২০১৫ অর্থ বছরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ১০ জন প্রধান ও ২৩ জন সহকারী শিক্ষক অবসর গ্রহন করায় তাদেরকে আনুষ্ঠানিক ভাবে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এত উপজেলার সকল সরকারী প্রাখমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। পরে বিদায়ী শিক্ষকদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে সন্মাননা প্রদান করা হয়।