ভালুকায় আমেরিকান ছাত্রদের গিফট উপহার বিতরণ
ময়মনসিংহের ভালুকা উপজেলার তালাব গ্রামে আমেরিকান ছোট ছাত্র-ছাত্রীরা তাদের বাবা-মায়ের দেয়া টিফিনের টাকা থেকে খরচ বাঁচিয়ে বিশ্বের বিভিন্ন গরীব দেশের ছাত্র-ছাত্রীদের সাথে বন্ধুত্ব করার লক্ষ্যে ১৭১ জনের মধ্যে উপহার বিতরণ করেছেন। বুধবার সন্ধ্যায় সেক্রিফাইজড স্ট্রাস্ট এর মাধ্যমে আমেরিকার ছোট বন্ধুদের পাঠানো এ উপহার ভালুকার তালাব এডুকোর স্কুলের ছোট বন্ধু ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শিক্ষা অফিসার শহিদুজ্জামান। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন এডুকোর প্রজেক্ট ম্যানেজার এ,টি,এম রফিকুল ইসলাম ও আমেরিকার সেক্রিফাইজড স্ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি।
জানা যায়, আমেরিকার ছোট ছাত্র-ছাত্রীরা বাবা ও মায়ের দেয়া টিফিনের টাকা থেকে খরচ বাঁচিয়ে বিশ্বের বিভিন্ন গরীব দেশের ছাত্র-ছাত্রীদের সাথে বন্ধুত্ব করার জন্য তারা উপহার কিনে বক্স তৈরী করে। আমেরিকার একটি বেসরকারী সংস্থা সেক্রিফাইজড স্ট্রাস্টের খরচে গিফট বক্স গুলো বাংলাদেশে পৌছে। সেক্রিফাইজড স্ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি ভালুকার তালাব গ্রামের এডুকোর স্কুলের ১৭১ জন ছাত্র-ছাত্রীকে আমেরিকার ছাত্র-ছাত্রীদের বন্ধু বানিয়ে ওইসব গিফট বক্সগুলো তাদের হাতে তুলে দেয়।