ভালুকা পৌরসভাসারা ভালুকা
ভালুকায় পবিত্র আশুরা উপলক্ষ্যে র্যালি, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান
ভালুকা নিউজ ডট কম, স্টাফরির্পোটার: ভালুকা উপজেলায় পবিত্র আশুরা উপলক্ষ্যে ১০ মহরম বিশ্ব শহীদ দিবস আত্ম ত্যাগী বিশ্ব প্রাণ ইমাম হোসাইন (আঃ) এর স্মরণে তরিকতে আহলে বাইত এর আয়োজনে র্যালি, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র আশুরা পালন উপলক্ষ্যে ২৪ অক্টোবর শনিবার বটতলা মাজার প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় মাজার প্রাঙ্গনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ আকরাম হোসেন, সাবেক মেম্বার মনিরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের জনগন। পরে মহান আল্লাহর দরবারে ইমাম হোসাইন (আঃ) এর জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।