ভালুকায় জাতীয়তাবাদী যুবদলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভালুকা নিউজ ডট কম, স্টাফরির্পোটার: সারা দেশের সাথে একযোগে ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি’র কার্য্যালয়ে উপজেলা যুব দলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সস্পাদক রকিবুল হাসান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসেম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক হাদিসুর রহমান খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন সরকার, দেলোয়ার হোসেন দুলু, শেখ ফরিদ প্রমূখ। পরে সন্ধ্যায় যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৩৭ পাউন্ড ওজনের একটি কেক কাটেন নেতৃবৃন্দ।