নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যাম-রাই কীর্তন প্রদর্শীত
ভালুকা নিউজ ডট কম, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের প্রযোজনায় শ্যাম-রাই কীর্তন প্রদর্শীত। ২৮ অক্টোবর, বুধবার সন্ধা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবন এর তৃতীয় তলায় শ্যাম-রাই কীর্তন প্রদর্শীত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন এর নির্দেশনায় শ্যাম-রাই কীর্তন প্রদর্শীত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা মেয়র এ.বি.এম. আনিছুজ্জামান, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মামুন রেজা, সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন, প্রভাষক নুছরাত শারমীন, ইসমত আরা ভূঁইয়া ইলা, মোঃ তুহিনুর রহমান ( তুহিন অবন্ত), ফারজানা নার্থ, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার, মোহাম্মদ ফখর উদ্দিন (দ্রাবিড় সৈকত), হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রভাষক মিনহাজ উদ্দিন, এবং বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের প্রযোজনায় শ্যাম-রাই কীর্তন আগামী ৩১ অক্টোবর, শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে সন্ধা ৭ টায় প্রদর্শীত হবে।