ভালুকা পৌরসভাসারা ভালুকা
ভালুকায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০
ভালুকা নিউজ ডট কম, স্টাফ রির্পোটারঃ ময়মনসিংহের ভালুকায় পাগলা কুকুরের কামড়ে কমপে ২০ জন আহত হয়েছেন ।
জানা যায়, ভালুকা পৌর সদরের বিভিন্ন সড়কে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়ায় । এতে জালাল উদ্দিন (৩২), মম (৩) ,কামরুল ইসলাম (৪২), মোঃ সবুজ (৩২), সুবেদ আলী (৬৫) ,হাজেরা (৪৮), জসিম (৪৫), হুমায়ুন (২১) কে আহত অবস্থায় ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কুকুর নিধনের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে ।