কবিতাসাহিত্য সাধনা
নাখোশ চন্দ্রগ্রহণ

:::::::::দালান জাহান
তোমার অজগর মুখে
সমুদ্র হারিয়ে যায় অনিমেষে
মানুষেরা সেথায় ভাগ্য হত পিপড়াদের ভূরিভোজ
কঙ্কাল নিয়ে চলে তোমার নিদারুণ নিষ্ঠুর উত্সব
লোভের হিমাচলে তুমি সন্তানের মাথা খেয়ে যাও হেসে হেসে
তোমার আকাশে বাতাসে সীসা উড়ে
ব্যাভিচারের ব্যাধি গ্রাস করে জলের রুপোর শরীর
তোমার মুখে ধুলো পড়ে
অরব মানুষের মৌন চিত্কারে
তবু ও তোমার মন প্রজড় পাথর হয়ে
খুঁজে রুদ্রতেজ শক্ত পেশি ।
নির্লজ্জ নাগরালীতে জমে
নাখোশ চন্দ্রগ্রহণ
ঝরাপালক ভরা দীর্ঘশ্বাস
আটকে পড়া তারার মিছিলে হাঁক ছাড়ে
নিলো চাঁদ , ডাকের সুন্দরী !
বিষাক্ত বিষে ফুলেফেঁপে ছিন্ন ভিন্নএক
আমার শ্রম শরীর ।।।।।।।।