ময়মনসিংহে জেএমবি’র সদস্য হাফেজ বিল্লাল আটক
ময়মনসিংহ প্রতিনিধি:
র্যাব-১৪ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক জেএমবি সদস্য হাফেজ মোঃ বিল্লালকে আটক করেছে। র্যাবের এএসপি মোঃ যুবরাজ হোসেন এবং এএসপি মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে ৩০ অক্টোবর রাতে জেলার ফুলবাড়ীয়া উপজেলার চর রাধাকানাই গ্রামের আব্দুল হাকিমএর পুত্র হাফেজ বিল্লালকে তার নিজ বাড়ি হতে আটক করে। পলাতক জেএমবি সদস্য হাফেজ বিল্লাল (৩৩) এর বিরুদ্ধে ঢাকা জেলার সাভার থানার মামলা নং-৫৬, ৫৭ ও ৫৮ তারিখ ১৭-০৮-২০০৫, ধারা-বিস্ফোরক দ্রব্য আইনে ৩ টি মামলা রয়েছে।
র্যাব-১৪ এর একটি বিশেষ দলের এএসপি মোঃ যুবরাজ হোসেন জানান- ২০০৫ সালে দেশব্যাপী একযোগে বোমা হামলায় সম্পৃক্ত জেএমবি প্রধান শাইখ আব্দুর রহমানের প্রধান সহযোগী বাংলা ভাইয়ের মূল আস্তানা হিসেবে চিহ্নিত ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন দুলœা ইউনিয়ন ও ফুলবাড়ীয়া থানাধীন রাধাকানাই ইউনিয়ন। উক্ত অঞ্চলে যাতে আর নতুন করে জঙ্গি কার্যক্রম পরিচালিত না হতে পারে সে ব্যাপারে অত্র ব্যাটালিয়নের পক্ষ থেকে উক্ত অঞ্চলে গোয়েন্দা নজরদারী ও অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জঙ্গি মামলার পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।