ভালুকার সিডষ্টোরে র্যাবের হাতে যুবলীগ নেতা গ্রেফতার
বিশেষ প্রতিনিধিঃ ভালুকা উপজেলার সিডষ্টোর বাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে যুবলীগ নেতা মফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-১।
জানা যায়, ঘটনার সময় র্যাব-১ এর সাদা পোশাকের একটি দল সিডষ্টোর বাজারের “ছোট ভাই এন্টারপ্রাইজ” অফিসের সামনে থেকে ১০নং হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাইদের ছোট ভাই যুবলীগ নেতা মফিজ উদ্দিন (৪৩) কে আটক করলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় বাজারের প্রায় দুই শতাধিক লোক ঘিরে ফেললে র্যাব পরিচয় দিয়ে তাকে গাড়িতে উঠায়। পরে র্যাব মফিজের ড্রাইভার শাহীন ও তার নিজস্ব প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৫-৫৭৩০) এবং একটি সিডি আই মটর সাইকেল সহ নিয়ে যায়। বুধবার সকালে ড্রাইভার শাহীনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়, প্রাইভেটকার ও মোটর সাইকেলসহ মফিজকে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার সিরাজ সাইকেল ফ্যাক্টরীর সামনে থেকে অস্ত্রসহ আটক দেখিয়ে শ্রীপুর থানায় হস্তান্তর করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে শ্রীপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন। মফিজের স্ত্রী সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামীকে রাজনৈতিক প্রতিহিংসায় অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে।