ঢাকাবিভাগীয় খবর
শ্রীপুরে শিশু ধর্ষণকারি আটক
শ্রীপুরে শিশু ধর্ষণকারি আটক
গাজীপুর জেলা প্রতিনিধিঃ জেলার শ্রীপুর উপজেলার ১নং মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া থেকে আজ মঙ্গলবার চার বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক মফিজ উদ্দিনের ছেলে মেহেদি(১৮)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, মেহেদী ঐ শিশুকে ধর্ষণের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক আমাদের প্রতিনিধিকে জানান, শিশুটির পরিবার রংপুরের পীরগঞ্জের বাসিন্দা। দুই বছর ধরে তারা উপজেলার মাওনা উত্তর পাড়ার মফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো । শিশুটির বাবা রাজমিস্ত্রি এবং মা স্থানীয় জাবের স্পিনিং মিলে অপারেটর পদে চাকরি করে। গত রবিবার (১ নভেম্বর) বিকেলে শিশুটিকে ফুসলিয়ে মেহদী তার শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যতন আইনে মামলা হয়েছে।