‘ইওর অনার ইজ আওয়ার প্রাইড’ সম্মাননা’ গ্রহণ করতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভারত গমন

ত্রিশাল প্রতিনিধি : এমিনেন্ট একাডেমিশিয়ান ও কবি হিসেবে ‘ইওর অনার ইজ আওয়ার প্রাইড’ শীর্ষক বিশেষ সম্মাননা গ্রহণ এবং আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এখন ভারতে অবস্থান করছেন। ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিকোলজি বিভাগ কর্তৃক আয়োজিত প্রথম আন্তর্জাতিক সংগীত সম্মেলন ৫ ও ৬ নভেম্বর ২০১৫ তারিখ অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার সংগীত ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে এই সেমিনারে আলোচনা করা হচ্ছে। ভারত এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গুণী ব্যক্তিগণ এই সেমিনারে অংশগ্রহণ করছেন। এই আন্তর্জাতিক সংগীত সম্মেনে ‘মিউজিক এ- মিউজিকোলজি অব সাউথ এশিয়া: রিসেন্ট ট্রেন্টস’ শীর্ষক সেমিনারে তিনজন গুণী ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। নিজ নিজ ক্ষেত্রে আজীবন অবদানের জন্য বাংলাদেশ থেকে একজন এবং ভারত থেকে দুইজন গুনী ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
এমিনেন্ট একাডেমিশিয়ান ও কবি হিসেবে বাংলাদেশ হতে একমাত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, এমিনেন্ট মিউজিকোলজিস্ট হিসেবে ভারতের ড. প্রদীপ কুমার ঘোষ এবং এমিনেন্ট একাডেমিশিয়ান ও মিউজিকোলজিস্ট হিসেবে ভারতের প্রফেসর বিনাতা মৈত্র’কে এই বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম ‘মিউজিক এ- মিউজিকোলজি অব সাউথ এশিয়া: রিসেন্ট ট্রেন্টস’ শীর্ষক একটি সেমিনারে সভাপতিত্ব করবেন।