ভালুকায় কিশোরের গলাকেটে মোবাইল ছিনতাই
ষ্টাফরির্পোটার, ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলার মল্লিকবাড়ী গ্রামে ব্লেড দিয়ে মূখমন্ডল, হাত ও গলা কেটে এক কিশোরকে গুরতর আহত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। রক্তাক্তবস্থায় আহত বর্তা গ্রামের মৃত শামছুল হকের ছেলে কাওসার (১২) কে গতকাল (৪ নভেম্বর) বুধবার রাত ৯টার দিকে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করিয়েছে।
উদ্ধারকারী প্রতিবেশীরা জানায়, গতকাল বুধবার রাত আনুমানিক ৯টারদিকে ভালুকার বর্তা গ্রামের ওই কিশোরকে একই গ্রামের সাইফুল (১৫) নামের এক যুবক মোবাইল কিনার কথা বলে মল্লিকবাড়ী বাজার এলাকার একটি আখ ক্ষেতে নিয়ে আরও ২ সহযোগীর সহায়তায় আঘাত করে এনড্রয়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নিতে চেষ্টা চালায়। এক পর্যায়ে ব্লেড দিয়ে ওই কিশোরের মুখমন্ডল, হাত ও গলা কেটে রক্তাত্ত করে আহত অবস্থায় ফেলে রেখে মোবাইল নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে আহত কাওসারের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে, বর্তমানে সে শংকা মুক্ত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।