মিডিয়া দেশ-বিদেশ

ভালুকা উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ভালুকায় উপজেলা প্রেসক্লাবের এক জরুরী সভা (০৪ নভেম্বর) বুধবার বিকাল ৪টায় শহীদ নাজিম উদ্দিন রোডস্থ  ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এস.এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, সদস্য সচিব সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় এ সভায় ক্লাবের স্বার্থ সংশ্লীষ্ট বিষয় ছাড়াও সাগঠনিক অগ্রগতি বিষয়ে সদস্যগণের সুচিন্তিত মতামত ও আলোচনা হয়। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান রিপন, খলিলুর রহমান রিয়াদ, মোঃ জিহাদ হোসেন, মাহমুদুল হাসান ফুরাত, জিল্লুর রহমান জাহিদ, জাকিয়া সুলতানা, মোঃ মমিনুল ইসলাম, জসিম আহম্মেদ, হুমায়ূন কবির, ওমর ফারুক টিটু, জসিম উদ্দিন নয়ন প্রমূখ।
গত সভাগুলোর সিদ্ধান্ত সমুহ ও ক্লাবের উন্নয়নের জন্য সকল ধরনের সহযোগীতা এবং কল্যাণ ফান্ডের চাঁদা নিয়মিত পরিশোধের জন্য সদস্যগণের প্রতি আহবান জানানো হয়। আগামী দিনগুলোতে উপজেলা প্রেসক্লাব নিয়ে স্বার্থান্বেসী মহলের অপ্রপ্রচার ও যেকোন ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার গুরুত্ব আরোপ করে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রকাশিতব্য ম্যাগাজিন উচ্ছাস এর কাজের অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করা হয়। উপজেলা প্রেসক্লাবের ওয়েব সাইট www.upazilapressclubbhaluka.com এর উন্নয়ন বিষয়ে খোঁজ-খবর নেয়াসহ ক্লাব সংশ্লীষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button