ভালুকাসারা ভালুকা

ভালুকায় যাত্রীবাহি বাস উল্টে মহিলাসহ নিহত-৭ আহত ১৫

স্টাফরির্পোটার, ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের মেহেরাবাড়ী নামক স্থানে শনিবার (০৭নভেম্বর) ভোর ৬ টায় যাত্রীবাহি বাস উল্টে এক মহিলাসহ ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
জানা যায়, ভোরে ঢাকাগামী এস এন পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-ব-১১-৩৬-৬৬) রাস্তার পাশে দাড়িয়ে থাকা বালু ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্টো- ট-১৮-৭২-৩৭) এর সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকসহ খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বাসের যাত্রী ভালুকা উপজেলার কলেজপাড়া এলাকার ফজলুল হক (৪০) ও অজ্ঞাত মহিলা (৩৫) নিহত হন। হাসপাতালে নেয়ার পথে ত্রিশাল নামাপাড়ার আকাশ (৫০), ভালুকা পৌরসভাস্থ মেজরভিটার কাজল(৪০), খাইরুল ইসলাম, ভরাডোবা ইউনিয়নের আঃ কুদ্দুস(৪০) মারা যান এবং নীলফামারীর নওশেদ (৩৫) মারা যান।  এ সময় আরও অন্তত ১৫ বাস যাত্রী আহত হন। ভালুকা মডেল থানা পুলিশ, ভরাডোবা হাইওয়ে পুলিশ ও ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

IMG_20151107_081235
আহতদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা মর্গে রাখা হয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি ধারনা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button