কবিতাসাহিত্য সাধনা

রক্তপিপাষু মানব

(পুলিশ ভাইদের জন্য)

এস,আর,শামিম

কোথায় আছে মানবাধিকার
কোথায় সুশীল সমাজ
বড় বড় ঐ লেকছার ছেড়ে
দেখান এবার কাজ।
কি দোষ মোদের কেন বারে বারে
এই পরিস্থিতির শিকার?
জবাব চাই আজ সুশীল সমাজ
নইলে দিব ধিক্কার।
কি দোষ ছিল কোথায় মোদের
কি করেছি বল?
কেন আমার প্রিয়জনরা ফেলে
বারে বারে চোখের জল?
আমাদের মত হতভাগাদের উপর
কিই’বা তোদের ক্রোধ?
যার কারনে নিয়েছিস তোরা এই
করুন প্রতিশোধ!
যেমনি নাচাও তেমনি নাচি
বলনা কি দোষ ভাই?
আমরা কারো দেইনি আজো
গরম ভাতে ছাই।
দেশ গঠনে রয়েছে মোদের
সোনালী অবদান
একাত্তরে দিয়েছি মোরা
শতশত প্রান।
অশান্ত বাংলা শান্ত করিতে
আছি সদা প্রস্তুত
হত্যকারীরা শুনে রাখ তোদের
আসছে যমদূত।
রক্ত পিপাষু ঐ হায়েনার দল
নেই যে তোদের নিস্তার
টেকনাফ থেকে তেতুলিয়া
করেছি মোরা বিস্তার।
জাগ্রত হও বাঙ্গালী জাতি
হাতে রাখো হাত
এদেশ থেকে দুর করিব
ঐ হায়েনার জাত।
থাকে যদি আজ তোদের হাতে
পাটকেল কিংবা ইট
আমার বন্দুকের মাথা দিয়ে কখনো
বের হবেনা চকলেট।
লাষ্ট ওয়ার্নিং দিচ্ছি তোদের
ওরে হায়েনার দল
সামনা সামনি চলে আয় দেখি
তোদের কত বল।
জাগ্রত হও সব পুলিশ ভাই
ঝিমানোর পালা শেষ
রক্ত পিপাষু ঐ হায়েনার দল
করবই নিঃশেষ।


বিঃদ্র=এই কবিতার মাধ্যমে পুলিশ ভাইদের মনোবল চাঙ্গা করার জন্যই আমার এই পোষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button