ভরাডোবাসারা ভালুকা
ভালুকায় মৎস খামার থেকে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার
ভালুকা নিউজ ডট কম: ভালুকায় মৎস্য খামার থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে।
সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের বাঘের বাজার গ্রামের কুমাইড়া বিলে মহন মিয়ার মৎস্য খামারে অজ্ঞাত পুরুষ (৫৫) এর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। নিহতের মুখে খোচা খেচা দাড়ি, গায়ে লাল রংএ শার্ট এবং পড়নে সাদা রংএর লুঙ্গি ছিল। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
ভালুকা মডেল থানার অফিসার-ইন-চার্জ মামুন-অর-রশিদ জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি, লাশ মর্গে প্রেরন করা হয়েছে ও ইউডি মামলা করা হয়েছে।